• Have any Questions ?
  • info@codingcentrebd.com
  • +88-01911744854

ওয়ার্ডপ্রেস কালার স্কিমা হাইড করুন

Share Button

আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইট এর নরমাল ব্যবহার কারীদের প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস কালার স্কিমা হাইড করুন খুব সহজে।
আমরা যখন ওয়ার্ডপ্রেস এর প্রোফাইল এডিট এ যাই তখন দেখতে পাই নিচের মত ব্যবহার কারীদের প্যানেল এর কালার পরিবর্তন এর বিভিন্ন অপশন।

default-admin-colors

প্রথমে আগের মত function.php ফাইল টি একটি এডিটর এ ওপেন করুন। এবং নিচের কোডটুকু পেস্ট করুন।

if (!current_user_can(‘manage_options’))
remove_action(‘admin_color_scheme_picker’, ‘admin_color_scheme_picker’);

এবার চেক করুন আপনার ইউসার প্রোফাইল এডিট এ গিয়ে দেখবেন আগের মত আর কালার পরিবর্তনের কোন অপশন নেই।

remove-admin-color-scheme